প্রথম পর্ব:
এক প্রত্যন্ত গ্রামের মাটির রাস্তা দিয়ে হাঁটছিলো নিশা। সে গ্রামের সাধারণ মেয়ে—সাদামাটা পোশাক, মিষ্টি স্বভাব। তবে সে নিজে স্বপ্ন দেখে শহরে গিয়ে পড়াশোনা করার।
এদিকে, একই রাস্তা দিয়ে আসছিলো রুদ্র। রুদ্র একজন রাগী, অভিমানী প্রকৃতির মানুষ। জীবনের কঠিন বাস্তবতা তাকে আরও কঠোর করে তুলেছে। গ্রামের জমি নিয়ে ঝামেলায় সে খুব বিরক্ত।
নিশার বইয়ের ব্যাগটি আচমকা পড়ে গেলে, রুদ্র সেখান দিয়ে যাচ্ছিলো। সে বিরক্ত হয়ে বললো,
"রাস্তার মাঝে এসব কেন? পথ আটকে সবাইকে বিরক্ত করছো।"
নিশা ভয়ে একটু পিছিয়ে গেলো, কিন্তু তারপর সাহস করে বললো,
"আমি তো ইচ্ছে করে ফেলে দেইনি। আপনি এত রাগ করছেন কেন?"
রুদ্র প্রথমবারের মতো নিশার নির্ভীক চোখের দিকে তাকালো। সে কিছুক্ষণ চুপ থেকে বলল,
"নিজের জিনিস সামলাতে শিখো। শহরের স্বপ্ন দেখলে পথের নিয়মও শিখতে হবে।"
নিশা মনে মনে ভাবলো, "এমন মানুষ এত রাগী হয় কেন? নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে।"
এভাবেই তাদের প্রথম দেখা। গল্প এখান থেকে আরও এগোবে পরবর্তী পর্বে, যেখানে তাদের সম্পর্ক আরও জটিল ও আকর্ষণীয় মোড় নেবে?…