ভুত
ওমর ফারুক
বাড়ি থেকে বেরুলাম
মোদের গাঁ ঘুরে দেখতে।
সেথায় গিয়ে পরে খেলাম
ভুতের ছানার সাথে ধাক্কা।
ভূত চেচালো পাড়া-বেড়ালো
বলে,কে খেলো মোর সাথে ধাক্কা?
আজ তবে বেটার মটকাইবো ঘাড়।
আমি বলি,ওরে বাপুরে
চলি তবে বাড়ি।
তা শুনিয়া ভূত আমায়-
চপকে ধরিল তবে।
আমি বলি,ছেড়ে দাও মোরে
আসিব না আর তোর ঘরে।
ভূত বলল,খিলাইতে হবে মাছ
তবেই ছাড়িবো তোমায়।
কোরিয়া নিলাম চুক্তি
চলিয়া গেলাম বাড়ি।