একজন অবিশ্বাসীর বিশ্বাস
#_পর্ব:১
আমি রুমে ঢুকেই দেখি,সাদিক কম্পিউটারের সামনে বসে আছে।খটাখট কী যেন টাইপ করছে।আমি যগ থেকে পানি ঢালতেলাগলাম।প্রচন্ড রকম তৃষ্ণার্ত।তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার যোগার।সাদিক কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়েবলল-কি রে,কিছু হইল?
আমি হতাশ গলায় বললাম -নাহ।
তার মানে তোরে এক বছর ড্রপদিতেই হবে?সাজিদ জিজ্ঞেস করল।
আমি বললাম-কি আর করার।আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
সাজিদ বলল-তোদের এই এক দোষ,বুঝলি? দেখছিস পুওর অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে,তার মঝেওবলছিস,আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাই,এই খানে কোন ভুলটা পাইলি তুই ,বল তো?
সাদিক সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার।আমি সাদিকের রুম মেট।সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে।প্রথমজীবনে খুব ধার্মিক ছিল।নামাজ-কালাম করত।বশ্ববিদযালয়ে এসে কেন যেন অ্যাগনোস্টিক হয়ে পড়ে।আস্তে আস্তে স্রষ্টার ওপরথেকে বিশ্বাস হারিয়ে এখন পুরো পোরি নাস্তিক হয়ে গেছে।ধর্মকে এখন সে আবর্জনা মনে করে। তার মতে,পৃথিবীতে ধর্ম এনেছেমানুষ।আর ঈশ্বর ধারনাটাই এই রকম স্বার্থান্বেষী কোনো মহলের মস্তিসকপ্রসুত।
সাদিকের সাথে এই মূহুর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই।কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না।
চলমান পাতা—👍