Posts

নিউজ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

January 23, 2025

নিউজ ফ্যাক্টরি

15
View

২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন কবি ও লেখক। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি-২০২৪ এর সিদ্ধান্তক্রমে একাডেমির নির্বাহী পরিষদ এটি অনুমোদন করেছে। 

পুরস্কারের জন্য মনোনীতরা হলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ–গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।   

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

Comments

    Please login to post comment. Login