Subtotal
0 ৳
Shipping and taxes calculated at checkout.
Continue Shopping →
গল্প
January 24, 2025
Bapi Karmakar
অনুগল্প ভগবান কাঁদে কলমে:- বাপি কর্মকার
ঈশ্বর নামে এক ব্রাহ্মণ ছিলো সারা গ্রামে যজমান তার।নাম ঈশ্বর বলে সবাই তাকে ভগবান বলে ডাকতেন। যজমানের বাড়িতে পূজা করে যেটা পেতেন সেটা দিয়েই তার সংসার চলতো। ভগবান ব্রাহ্মণের বাড়িতে ছিল স্ত্রী ও এক পুত্র। ব্রাহ্মণের মুখে ছিল সর্বদা কৃষ্ণ নাম, সকালে উঠে স্নান সেরে বাড়ির তুলসী মন্দিরে জল ও মিষ্টি নিবেদন করতেন। তারপর কৃষ্ণ নাম করতে করতে বেরিয়ে চলতেন যজমানের বাড়ির উদ্দেশ্যে। ব্রাহ্মণ ও তার স্ত্রী আনন্দী ঠিক করলো ছেলের বিবাহ দেবেন। পাশের গ্রামের ঘটক দেবেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভগবান ব্রাহ্মণের কথোপ কথনে ছেলের বিবাহের দিন স্থির হলো। ছেলের বিবাহের প্রস্তুতি শুরু হতে লাগলো ভগবানের বাড়িতে। বেশ ধুমধাম করে ছেলের বিবাহ দিলেন ভগবান ব্রাহ্মণ। বাড়িতে ভগবানের পুত্রবধূর আগমন ঘটলো, বিয়ের কিছু দিন পরই ব্রাহ্মণ যখন যজমানের বাড়িতে পূজার জন্য গেলেন একজন ভগবানকে জিজ্ঞাসা করলো পুত্রবধূর সঙ্গে সংসার কেমন চলছে? সে নিরব হলো,ভগবানের চোখ থেকে টপ্ টপ্ করে জল গড়িয়ে পড়লো।