রাস্তার ধারে যোপে ঝাঁড়ে
ঝিঁঝিঁ পোকা ডাকছে জোরে, সন্ধ্যা নেমেছে তাই।
ঐ রাস্তার ধারে এক পথশিশু বসে আছে।
দেখবার কেহ নাই।
নাই তার বাড়ি, নাই তার ঘর,
ছোট শিশুটি তো এটাও বোঝে না,
কে তার আপন, কে তার পর।
সন্ধ্যা নেমে রাত হয়,
শিশুটি শীতে কাতরায়।
আশ্রয় দেবার কেহ নাই।
রাস্তার ধারে শিশুটি বসে আছে তাই।
তার মতো কত শিশু,
রাস্তার ধারে রাত্রী যাপন করে।
বৈচিত্র্যময় এই পৃথিবীতে,তাদের দেখবার কেহ নাই।
রাস্তার ধারে শিশুটি বসে আছে তাই।