Posts

কবিতা

পরম দয়ালু রহিম রহমান

January 24, 2025

Mehedi Hasan Sawon

112
View

সারা ধরণী যখন শুকিয়ে পড়ে 

গাছগুলি যায় মরে।

হে প্রভু এই জগতে যারা তোমার সৃষ্টি 

তারাই আজ দুহাত তুলি,

চাহিছে তোমার কাছে বৃষ্টি।

একটু আগে সূর্য মামা দিয়েছিল 

যে হাসি 

হঠাৎ! কোথায় জানি লুকিয়ে গিয়ে 

মেঘ গুলো উঠল ভাসি।

এই শুকনো ধরার বুকে বৃষ্টি দিয়া 

দিলে নতুন প্রাণ 

সত্যিই তুমি পরম দয়ালু 

রহিম রহমান!

Comments

    Please login to post comment. Login