Posts

গল্প

বটগাছের ছায়া

January 24, 2025

Maliha Momtaz

Original Author মালিহা মমতাজ

90
View

এক গভীর রাতে রিমি গ্রামের পাশের পুরোনো বটগাছের তলায় দাঁড়িয়ে ছিল। সে শুনেছিল, ওই গাছের নিচে নাকি ভূতের বাস। বন্ধুদের চ্যালেঞ্জ নিতে গিয়ে একা সেখানে চলে আসে। চারপাশে ঘন কুয়াশা আর নীরবতা। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে রিমির গায়ে কাঁপুনি ধরায়।

গাছের ডাল থেকে একটি সাদা ছায়া নেমে আসে। ধীরে ধীরে তা রিমির দিকে এগিয়ে আসে। রিমি ভয়ে পাথর হয়ে যায়। ছায়াটি তার চারপাশে ঘুরে ভৌতিক কণ্ঠে বলে, "তুমি এখানে কেন এসেছ?"

রিমি কাঁপতে কাঁপতে উত্তর দেয়, "আমি সত্যি জানতে এসেছি।" ছায়াটি এক অদ্ভুত হাসি দিয়ে বলে, "যে সত্য খুঁজছ, তা তোমাকে রক্ষা করতে পারবে না।"

হঠাৎ ছায়াটি মিলিয়ে যায়। রিমি দৌড়ে বাড়ি ফিরে আসে, কিন্তু সেই রাত থেকে তার স্বপ্নে প্রতিদিন সেই ছায়া তাকে তাড়া করে।

Comments

    Please login to post comment. Login