Posts

কবিতা

কিছুদিন বাঁচবো এই নির্জন প্রহরে

January 24, 2025

নাজমুল হোসেন রিফাত

18
View

একপায়ে ঘুঙুর পরে—

ঘরের ছাউনি সূর্য ঢাকে, ভালোবেসে যদি

কিছু অভিমান তুমি করেও বসো;

ধৈর্য্যের বৃষ্টি ঝরে পড়ুক তোমার উপরে।
 

একপায়ে নূপুর পরে—

চোখের সামনে দিয়ে হেঁটে যাও যদি

কিছু আশা আমি কুড়িয়ে নিবো,

আরও কিছুদিন বাঁচবো এই নির্জন প্রহরে।

[চব্বিশে জানুয়ারি, দুইহাজার পঁচিশ]


 

Comments

    Please login to post comment. Login