নোবেল বিজয়ী দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং এর সর্বশেষ উপন্যাসে দেশটির রক্তাক্ত অতীত তুলে ধরা হয়েছে। 'উই ডু নট পার্ট' নামের বইটি মূলত ২০২১ সালে কোরিয়ান ভাষায় প্রথম প্রকাশিত হয়েছিল। চলতি বছরের ২১ জানুয়ারি এটির ইংরেজি অনুবাদ বের হয়।
বইটি কোরিয়ান ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন ই. ইয়াওন এবং পেইগে আনিয়াহ মরিস। এই উপন্যাসে কোরিয়ান ইতিহাসের একটি ভুলে যাওয়া অধ্যায়কে শক্তিশালীভাবে উপস্থাপন করেছেন হান কাং।
এই বইতে ১৯৮০ সালের দক্ষিণ কোরিয়ার গুয়াংজু বিদ্রোহের রক্তাক্ত ইতিহাস বর্ণনা করেছেন লেখক। গুয়াংজু দক্ষিণ কোরিয়ার দক্ষিণপশ্চিম প্রান্তের একটি শহর। সে সময় এই শহরে গণতন্ত্রের পক্ষে বিদ্রোহে প্রায় ২ হাজার ছাত্র এবং শ্রমিক নিহত হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই গণহত্যা চালিয়েছিল।
উল্লেখ্য, হান কাং ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এর ফলে প্রথমবার দক্ষিণ কোরিয়ার কোনো লেখক মর্যাদাবান এই পুরস্কারটি জিততে সক্ষম হন। এর আগে তিনি 'দ্য ভেজিটারিয়ান' উপন্যাসের জন্য ২০১৬ সালে আন্তর্জাতিক বুকার প্রাইজ পান। হানের বাবাও একজন নামকরা উপন্যাসিক।
সূত্র: ভালচার