গন্তব্য একই, পথ একটাই।
তবু দেখা হয় না।
তাড়াহুড়ো, রুদ্ধশ্বাস একই।
তবু দেখা হয় না।
একই বাহনে দুবেলা চলা,
পৃথিবীর সমস্ত অবহেলা
এক করেও, একবারো দেখা হয় না।
পাশাপাশি হেটে গেলেও চোখ পড়েনা।
চোখ পড়ে, যখন দূরত্ব বাড়ে।
ফিরে তাকালেই অপরিচিত হয়ে
সমস্ত পরিচয় শুষ্ক হয়ে উঠে।
সকল শব্দ শেষ অবধি রক্ষা পায় না।
গিলে ফেলা বাক্যের শেষ খুঁজতে
অসহায়ত্ব বরন করার নামই দূরত্ব।
পৃথিবীটা গোল।আশেপাশে হেটে যাই।
দেখা হবে বলেও দেখা হয় না।
14
View