Posts

নিউজ

বাংলা একাডেমি ঘোষিত সাহিত্য পুরস্কারের তালিকা স্থগিত

January 25, 2025

নিউজ ফ্যাক্টরি

51
View

সমালোচনার মুখে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ এর ঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি-২০২৪ এর এক সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি এবং পুরস্কারের তালিকায় থাকা ব্যক্তিদের কারও কারও সম্পর্কে অভিযোগ থাকায় পূর্বঘোষিত তালিকা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা হয়েছে। এই অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।      

এতে আরও বলা হয়েছে, এই কারণে পূর্বঘোষিত তালিকা বাতিল করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে পুনঃবিবেচনার পর তালিকাটি পুনরায় প্রকাশ করা হবে।

এর আগে ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ এর জন্য ১০ জন কবি ও লেখকের নাম ঘোষণা করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। পুরস্কারের জন্য মনোনীতরা ছিলেন, কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ–গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।   

Comments

    Please login to post comment. Login