আমরা একাট্টা ছিলাম।আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে,সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কী।সেই সুবাধে পৃথিবীর বিজ্ঞানীরা নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন।পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারনা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বীজ্ঞানী টলেমি।টলেমি কি বলেছিল,সেটা নিশ্চয় তুই যানিস??
সাজিদ বলল–হ্যা। সে বলেছিল,সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে।