Part 5
আনায়াদের বাসার ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে কারান। আনায়া তার সামনের সোফায় দাঁতে দাঁত চেপে বসে আছে। কারান আনায়াকে দেখে মুচকি হেসে বলল, কি ব্যাপার সুইটি আমাকে দেখে খুশি হওনি? আনায়া কিছু বলে না। তখনি আনায়ার মা এসে অবাক হয়। কারানকে দেখে বলে, কি ব্যাপার তুমি?
কারান বলল,নিজের বউকে নিয়ে যেতে এসেছি। আনায়ার মা বলে উঠে, ও যাবে না। তোমার সাথে থাকতে চায় না। কারান শক্ত কন্ঠে বলল, আমার বউকে আমি নিয়েই যাবো। দেখি কে আটকায়। আনায়া তখনই দৌড়ে গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কারান বাঁকা হাসে। আস্তে আস্তে আনায়ার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা নক করে বলে, বেবি দরজা খুলো। তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। নিয়েই যাবো। দরজা খুলো।আনায়া চেচিয়ে বলে উঠে, আমি যাবো না আপনার সাথে। আমি বন্দী জিবন কাটাতে পারবো না। আমার কিছু স্বপ্ন আছে।
কারানের চোয়াল শক্ত করে নেয়। সে কিছু না বলে হেটেঁ কিচেনের দিকে চলে যায়। কিছুক্ষণ পরে হাতে একটা দাঁ নিয়ে ফিরে এলো। কিছু না বলেই দাঁ টা দিয়ে দিয়ে একটা কোপ দেয়। লকটা ভেঙে যেতেই কারান ভিতরে ঢুকে দেখে আনায়া ফ্লোরে পড়ে আছে। কারান দ্রুত আনায়ার কাছে গিয়ে ওর গালে হালকা করে থাপ্পড় মেরে ডেকে উঠে, এই আনায়া, আনায়া কি হয়েছে? আনায়ার মা এসে বলে, ওর হয়তো প্যানিক আট্যাক হয়েছে। কারান অবাক হয়। আনায়ার প্যানিক আট্যাক? কি করে? হঠাৎ ই কারান আনায়াকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে।
চলবে….