Posts

নিউজ

কবিতা, গল্প ও উপন্যাস লিখে ২ লাখ টাকা পুরস্কার

January 26, 2025

নিউজ ফ্যাক্টরি

40
View

মাসিক পত্রিকা কালি ও কলমের তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২৪ এর জন্য বই আহ্বান করা হয়েছে। সিটি ব্যাংক নিবেদিত এই পুরস্কার বাংলাদেশে তরুণদের জন্য প্রবর্তিত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। এটির অর্থমূল্য দুই লাখ টাকা।      

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ৫ টি বিভাগে দেওয়া হবে। বিভাগগুলো হলো: কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা, মুক্তিযুদ্ধ ও বিপ্লব এবং শিশু-কিশোর সাহিত্য। প্রতিটি বিভাগে পুরস্কার হিসেবে ২ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হবে।

বই জমা দেওয়ার নিয়ম: 

১. ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সময়ে প্রকাশিত মৌলিক বইগুলোর প্রথম সংস্করণ। 

২. লেখককে ১৮ থেকে ৪০ বছর বয়সি বাংলাদেশি নাগরিক হতে হবে।

৩. বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও অংশগ্রহণ করতে পারবেন।

৪. বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের সনদের ফটোকপি বইয়ের সঙ্গে পাঠাতে হবে। 

৫. বইয়ের সঙ্গে লেখককে একটি ঘোষণাপত্র দিতে হবে। সেখানে উল্লেখ থাকবে ‘বইটি বাংলাদেশি লেখকের মৌলিক সাহিত্যকর্ম, লেখকের বয়স নির্ধারিত বয়ঃক্রমের মধ্যে এবং বইটি এই পুরস্কারের জন্য প্রেরণ করা হলো’। 

২৫ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২৫ এর মধ্যে কালি ও কলম দফতরে পাঁচ কপি বই ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। ডাকযোগে পাঠালে খামের ওপর অবশ্যই ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪’ লিখতে হবে। সপ্তাহের যে কোনো দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে কালি ও কলম দফতরে সরাসরি বই জমা দেওয়া যাবে। চূড়ান্ত বাছাই শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী লেখকদের পুরস্কার দেওয়া হবে। 

বই পাঠানোর ঠিকানা:  

কালি ও কলম, বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমণ্ডি, ঢাকা ১২০৯  

Comments

    Please login to post comment. Login