আব্দুল্লাহদের বাড়ি থেকে আসার পর থেকেই তার মনটা খারাপ। নিজের বন্ধুর জন্য নয়। নিজের জন্য। মনে হচ্ছে যদি আব্দুল্লাহর জায়গায় ও বলটা নিত তাহলেই ভালো হত। ওর পা ভাঙলে অন্তত আগামী মাসের পরীক্ষাটা দিতে হত না।
নারী জাতি সত্যিই খানিকটা বাকা স্বভাবের। আমার মায়ের কথায় ধরুন .....
রাকিবের মত ছেলেরা প্রতি বছর ঘুরে ফিরে একই রেজাল্ট করে।