Posts

গল্প

ভালোবাসার_সূচনা

January 27, 2025

Sakiba Rahman Bhuiayan

122
View

(প্রথমেই বলে রাখি। এটা আমার লেখা প্রথম কোনো গল্প। তাই সেটা মাথায় রেখেই সবাই গল্প পড়বেন। আর ভুল ত্রুটি মনে হলে তা মার্জনা করবেন।)

#ভালোবাসার_সূচনা 💗??
#লেখিকা_Sakiba_Rahman_Bhuiyan 
#পর্ব_১

★আমি আয়াত। কলেজ এর ইন্টার ১ম বর্ষের সাইন্সের ছাএী। আমরা দুই ভাইবোন আমার ভাইয়া বড় সে কানাডা পড়াশোনা  করে। আব্বু ব্যবসায়  করে, আম্মু গৃহিনী।  আজ কলেজের ১ম দিন। আম্মুর সাথে নাস্তা করে কলেজের জন্য বের হই। আব্বু ব্যবসার এক কাজে সিলেট গেছে কালকে আসবে।

তিথি : তোর এতক্ষণ এ আসার সময় হল 😡
শুভ : আজ কলেজে না যেতিস 😏
রকি : আরে আয়াত তোর দেরি কেন হলো? না আসলে ওই পারতিস 😤
আয়াত : দোস্ত সরি 🥺 প্লিজ রাগ করিস না। আরে নাস্তা করতে দেরি হয়ে গেছে তোরা তো জানিস আম্মু না খেয়ে  যেতে দেয় না। তোরা না আমার বেস্টফ্রেন্ড প্লিজ রাগ করিস না। প্লিজ প্লিজ প্লিজ 🥺🥺🥺🥺🥺
শুভ : হইসে পাম কম দেয় এখন চল দেরি হইয়া যাইতাছে।
আয়াত : হুম চল।
তিথি : আয়াত তোকে খুব সুন্দর লাগছে 😇
রকি : পুরাই পরি লাগছে 🧚‍♂️
আমি : ধন্যবাদ 🥰কথা বলতে বলতে কলেজে আসলাম।

আমরা ৪ জন যেখানে থাকব সেখানে কথা থাকবে না না তা কি করে হয় 😁😁। আমরা সবাই একই ডিপার্টমেন্ট এক কলেজে এডমিশন নেই। আমরা স্কুল লাইফ থেকে এক সাথে আছি।

শুভ : কলজেটা খুব সুন্দর 😇
রকি : হুম। 
তিথি : এখন চল ক্লাসে যাই। 
আয়াত : দূর ক্লাসে পরে যাই আগে ক্যাম্পাসটা ঘুরে দেখি তারপর  ক্লাসে যাব।
শুভ : হ্যা ক্লাসে পরে যাব। 
রকি : চল,ওইদকে যাই। 
আয়াত : হুম।কলেজটা পুরো ঘুরে দেন ক্লাসে যাই।

সবাই একসাথে গিয়ে বসি। একটু পর ক্লাসে স্যার আসে। আমরা সবাই সবার পরিচয় দেই। আমাদের সাথে স্যারদের ভালো সম্পর্ক হয়ে ওঠে। একে একে সব ক্লাস করে সবাই বাসায় আসি। আজকে সবাই অনেক মজা করি।

রুবিনা (আয়াতের আম্মু) : এতক্ষণে তোর  আসার সময় হলো বিকাল ৫ টা বাজে এতক্ষণ কোথায় ছিলি।🤬🤬🤬🤬
আয়াত : আম্মু সরি 🥺🥺 আসলে কলেজ শেষ করে রেস্টুরেন্টে এ গেছিলাম খাওয়া-দাওয়া করে ঘুরে আসছি 😔🥺
রুবিনা : কল করে বলবি তো যে তোর আসতে দেরি হবে। মোবাইলটা ও বন্ধ করে রাখসোস আর তোর বন্ধুরা ও কল ধরল না। কতো টেনশনে ছিলাম আমি। আমি আর তোকে নিয়ে পারি না আমার জীবনটা শেষ করে দিলি তোরা সবাই 😤
আয়াত : শুরু হইছে এই টেপ রেকট আর ঘুমানো আগে বন্ধু হবে না (মনেমনে বললাম)
রুবিনা : এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন রুমে গিয়ে ফ্রেস হো। 
আয়াত : হুম যাচ্ছি। এখন কিছু বললে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।😬😬

চলবে....

Comments

    Please login to post comment. Login