Posts

কবিতা

স্বর্ণলতা

January 27, 2025

Sayma Fardaus

16
View

খুব করে লিখে যেতে ইচ্ছে করে 
নিজের পতনের কারন।
অবক্ষয় কিভাবে আমাকে গিলেছে তিলে তিলে।
কিভাবে নিয়েছি নিজ গৃহে সেচ্চায় নির্বাসন।
পৃথিবীর প্রতি ঘৃণা জন্মের ইতিবৃত্ত। 
প্রেমিকা থেকে পথচারী।বন্ধু থেকে অচেনা কেউ।
কিভাবে দেয়াল জুড়েছে মানুষ এবং আমার মাঝে।
সেসব অধ্যায়ের ইতি টেনে রেখেছি বইয়ের ভাঁজে।

তারপর অন্ধকার,  লেখা হয়নি আর।
লেখা হয়নি কতকাল দেখা হয়নি।
ভেবেছি কোন এক বর্ষার ঝুম বৃষ্টিতে
একযুগ ধরে ভিজবো। 
কড়কড়ে রোদে আরেক যুগ পুড়বো ।
তারপর মহাপ্রলয় অবধি বরফে আটকে থাকবো।
শুদ্ধ হবো ভেবে।
কিন্তু মাহাত্ম্য নেই ভেবে স্বর্ণলতা হয়েছি।
দৃষ্টিনন্দন  পরজীবি জীবন।
পরবর্তীতে বার্তাছাড়া বিদায়।

Comments

    Please login to post comment. Login