Posts

ভ্রমণ

দিল্লি জামে মসজিদ: মোঘল ইসলামী স্থাপত্য !

January 27, 2025

Ehsan Samad

47
View

ভারতের রাজধানী দিল্লির পুরাতন দিল্লি অংশে অবস্থিত ‘মসজিদ-ই-জাহান নুমা’, যা দিল্লি জামে মসজিদ নামে সমধিক পরিচিত। মসজিদ-ই-জাহান নুমা শব্দটির অর্থ ‘বিশ্বের প্রতিফলন ঘটে যে মসজিদে’। সম্রাট শাহজাহানের নির্দেশে ১৬৪৪ সালে নির্মাণকাজ শুরু হয় মসজিদের। প্রায় ৫ হাজার কারিগরের সহায়তায় নির্মিত হয় এই মসজিদ। এই মসজিদ নির্মাণ করতে লেগেছিল দীর্ঘ ১২ বছর। এই মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করেছিলেন স্বয়ং শাহজাহান। এই মসজিদ নির্মাণ করতে সম্রাটকে খরচ করতে হয়েছিল বেশ বড় অঙ্কের অর্থ। দিল্লির জামে মসজিদ উদ্বোধন করতে উজবেকিস্তান থেকে একজন ইমাম (আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি) এসেছিলেন।
 

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ফলে একটি বড় পরিবর্তন আসে। ইংরেজরা ধারণা করে যে বিদ্রোহটি মুসলিমদের প্ররোচিত এবং দিল্লির মসজিদগুলোর মধ্যে পরিকল্পিত। ইংরেজরা এই মসজিদটি বাজেয়াপ্ত করে এবং ধর্মীয় ব্যবহার নিষিদ্ধ করে। ১৮৬২ সালে, ইংরেজদের কার্যক্রমের প্রতি মুসলিমদের বাড়ন্ত বিরক্তির কারণে মসজিদটি আবার মুসলিমদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তখন এটিকে আবার মসজিদে রূপান্তর করা হয়।

এই মসজিদে রয়েছে ৩টি মার্বেলের তৈরি গম্বুজ, ৪টি টাওয়ার এবং ২টি মিনার। এখানে একসাথে প্রায় ২৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদের ভেতর হযরত মুহাম্মদ (সা)-এর স্মৃতিবিজড়িত দাঁড়ি মোবারকের একটি লাল চুল, মার্বেল পাথরের উপর পদচিহ্ন এবং হরিণের চামড়ার উপর লেখা পবিত্র কোরআন সংরক্ষিত রয়েছে। দিল্লি জামে মসজিদের স্থাপত্যশৈলীর অনুকরণেই সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহি মসজিদ নির্মিত হয়েছে।


#শব্দে_ভাবনা #গল্পে_প্রাণ

#Series_by_Ehsan_Samad

দিল্লি জামে মসজিদ এর সামনে

Comments

    Please login to post comment. Login