Posts

কবিতা

অপরিণতের পরিণতি (Premium)

January 28, 2025

MD EMRAN HOSSAIN

0
sold
দেখো ভাই, দেখো বোন

ঐ লোককে দেখো

আছে তার এক মেয়ে

আর পড়াবে নাকো।



মেয়ে পড়ালে হবে কী

এই তার প্রশ্ন

বিয়ে দিয়েই করবেন

সেই মেয়েটির যত্ন।



বৃষ্টি হলো, বিয়ে হলো

উঠোন হলো খালি

বরপক্ষ কেড়ে নিলো

সম্ভাবনার ডালি।



বয়স ছিলো কেবল তোরো

কঠিন হলো সময়

প্রসব ব্যথায় লাগলো গেরো

মানুষ সে তো যন্ত্র নয়।



রাত হলো কালো গভীর

ঘনায় আঁধার আলো

শুকায় তার মুখের আবির

আর কি নিতে পারো?



এলো শিশু চিৎকারে

রাতের শেষ আচঁলে

মরণ এলো ফুৎকারে

মেয়েটির হৃদকোলে।



সঠিক সময়, সঠিক কাজ

দেয় যে, সকল আলো

একটু সজাগ দৃষ্টি সাজ

জীবন দিত ভালো।



আয় ভাইয়েরা, আয় বোনেরা

গাই সময়ের গান

থামুক সকল অকাল বিয়ে

বাচুঁক আলো, নাচুক প্রাণ।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • অনুপ্রণিত হতে চাই।