Posts

চিন্তা

টাকার ছলনা আর শিশুর মৃত্যু

January 28, 2025

Rodoshee Sarder

100
View

টাকা সুখ কিনতে পারে না- ঠিক। কিন্তু টাকা দুঃখ-কষ্ট, সব না পাওয়া আর হারানোর বেদনা আড়াল করায় অপ্রতিদ্বন্দ্বী||

টাকা আপনাকে ন্যূনতম কোনো সুখ-শান্তি দেবে না, শুধু আপনার চাহিদা মেটাবে আর আপনার শখ-আহ্লাদ পূর্ণ করে আপনার সব কষ্ট ভোলাবে। অতিরিক্ত টাকার জন্য আবার মানুষ নিজের স্বকীয়তা ভুলে যায়, নিজের ভেতরে থাকা শিশুটাকে মেরে ফেলে। অনেকে আবার শিশুকালেই নিজের ভেতরে থাকা শিশুটাকে হত্যা করে অভাবের তাড়নায়, অথবা অন্য কেউ হত্যা করে পৈশাচিক আনন্দে। পরে সেই মানুষটা হয়ে যায় অন্তঃসারশূন্য, ফাঁপা- সেই জীবনটা পূর্ণ থাকে অপূর্ণতায়।

আর এই সবকিছুই টাকা রোজগার করা, টাকায় ভুলে থাকা ভুলিয়ে দেয়- ভুলিয়ে দেয় সব কষ্টের কথা, হৃদয় ভঙ্গের কথা, স্বপ্নভঙ্গের কথা আর পেছনে ফেলে আসা সব অপূর্ণতার দু্ঃখ।

মানুষ আসলে প্রথমে টাকার পেছনে ছোটে না- ছোটে একটু সুখ-শান্তি, একটু আরাম-আয়েসের খোঁজে; একটা আশ্রয় খোঁজে যেখানে তার ভেতরের শিশুটা নিরাপদ থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন- শৈশবের আগেই সাধারণত শিশু মরে যায়, থাকে মূর্ছা যাওয়া এক ধূসর আত্মা যে ঐ ফাঁপা জায়গা ভুলে থাকতে টাকা আর ঐশ্বর্যের সাগরে ডুব দেয়…

Comments

    Please login to post comment. Login