Posts

নিউজ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করলেন সেলিম মোরশেদ

January 28, 2025

নিউজ ফ্যাক্টরি

203
View

কথাসাহিত্যিক সেলিম মোরশেদ স্থগিত হয়ে যাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ প্রত্যাখ্যান করেছেন। লেখকের স্ত্রী ইশরাত তানিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছেন।  

কথাসাহিত্যিক ইশরাত তানিয়া বলেছেন, সেলিম মোরশেদ ফেসবুকে পোস্ট দিয়ে পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়ে তার বক্তব্য জানিয়েছেন। আমি পোস্টটি ফেসবুকে দিয়েছি। 

এদিকে বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না। পুরস্কারের বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়। ১০ জন কবি ও লেখক এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে তালিকায় থাকা লেখকদের কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ আসায় ২৫ জানুয়ারি পুরস্কার স্থগিত করা হয়।  

Comments

    Please login to post comment. Login