Posts

গল্প

মাই অবসেসন

January 29, 2025

Mohona

Original Author মোহনা

122
View

part 6

হাইওয়ের ওপর সাঁই সাঁই করে ছুটে যাচ্ছে ৪টা গাড়ি। তাদের গন্তব্য হসপিটাল।  একটা ব্ল্যাক  কারের  ভিতরের ব্যাকসিটে মাথা এলিয়ে বসে আছে আরাফ। তাকে তার সহকারী ছাড়া কেউ দেখেনি। দেখেনি বললে ভুল হবে।  দেখেছিল যারা তারা আর বেচে নেই। আরাফের হাত তার বিশস্ত এক সহকারী রাজের কোলে। তার হাত দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। কিছুক্ষণ পরে সবাই হসপিটালে আসলে আরাফ বের হয়ে আসে। একটা সিটের ওপর বসে রাজের দিকে তাকিয়ে বলে, তোমার কথায় এসেছি। জাস্ট ৫ মিনিট থাকবো এখানে পরে চলে যাব। রাজ মাথা নাড়ায়।  যযার অর্থ সে বুঝেছে। রাজ ডক্টরকে ডাকতে এগিয়ে যায়। ডক্টর আরাফের হাতে বেন্ডেজ করে দিতে দিতে বলে, আপনার হাত অনেকটা কেটে গেছে।  কিভাবে  কেটেছে এতোটা? আরাফ কোনো উত্তর দেয় না। রাজ বলে, আসলে ভাইয়ের এক্সিডেন্ট হয়েছিলো ছোটোখটো।  ডডক্টর আর কিছু না বলে উঠে চলে যায়। আরাফও  বাইরে বেড়িয়ে আসে।  রাজ সব ফর্মালিটিস শেষ করে বাইরে এসে দেখে  আরাফ তার জন্য ওয়েট করছে। রাজ এগিয়ে যায়। গিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়।

কারান আনায়াকে মাত্রই বাসায় নিয়ে এসেছে।  আনায়া সেন্সলেস হওয়ার পর কারান তাকে হসপিটালে নিয়ে যায়। আনায়ার মা জানায় তার গত ১ বছর ধরেই এই সমস্যা। কারান আনায়াকে বলে, তুমি টাইম নাও। কিন্তু আমি তোমাকে ছাড়বো না। যখন আমার মনে হবে তোমার টাইম শেষ তখন নিয়ে যাব। আনায়া চুপ থাকে। সে জানে কারান তাকে ছাড়বে না। কারান কিছু না বলে চলে যায়।  

Comments

    Please login to post comment. Login