হয়তো কেউ হতে চায় আকাশের চাঁদ
আমি হতে চাই নদীর ধারা,
যার বুকে ঝরে পড়ে আলো,
তবু সে গিয়ে মেশে সাগরের বুকে।
হয়তো কেউ হতে চায় গগনচুম্বী শিখর,
আমি হতে চাই শান্ত এক বৃক্ষ,
যার ছায়ায় বসে ক্লান্ত পথিক
খুঁজে পায় হৃদয়ের প্রশান্তি ।
হয়তো কেউ উড়তে চায় বাতাসের সাথে,
আমি থাকি ঘাসের বুকে নীরবে,
সেখানে শিশির বিন্দু হয়ে জ্বলি,
সকালবেলা রোদের আলোয় মিশে।
হয়তো কেউ হতে চায় ঝড়ের গর্জন,
আমি ভালোবাসি বৃষ্টির ফোঁটা,
যা নেমে আসে মাটির কোলে
সেইখানেই আমার জীবন খোঁজা।