Posts

চিন্তা

বারোটা তোমার বাইজা গেছে!

January 29, 2025

ফারদিন ফেরদৌস

47
View

•|| অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিলো‌ ||•

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাশির পত্রিকা ছাত্র সংবাদ এটা বলেছে। বুঝতে পারছি না এখানে ভুলটা কোথায়? এটা নিয়ে এতটা বাতচিত করবারই বা কী আছে? সাদা ভেরেন্ডা গাছে আপনারা কেন আপেল ধরতে বলবেন?

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৭ মার্চে রেসকোর্স ময়দানে শেখ মুজিবের ভাষণ, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা, ৩০ লাখ শহিদ, দুই লাখ মা বোনের সম্ভ্রম, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস; এসব বিষয়ে যদি জাশিকে সহমতেই রাখতে চান, তো তাদেরকে আপনারা বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম বা বীর প্রতীক খেতাব কেন দিচ্ছেন না? 'মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন, তারা সামনেও পরাজিত হবেন' -উপদেষ্টা মাহফুজ আলম এই কথাটা জাশিকে নিয়ে বলেছেন ভাবছেন? তিনি জানেন না, জাশি কোথা হতে উদয় হয়ে কোথায় বিরাজ করছে?

যেহেতু জাশি মনে করে
মুক্তিযুদ্ধটা ভারত করেছে তাদের স্বার্থে,
পাকিস্তান আল্লাহ্'র ঘর, তাকে রক্ষা করতে হবে।
যেহেতু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত হতে পারে। তিনি দাবি করেছেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে জামায়াতের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।

সেহেতু এইসময়ের রাজনীতি, বন্দোবস্ত, বয়ান, ন্যারেটিভ প্রশ্নে শেখ মুজিবের ভাষায়, 'তুমি রিয়েলিটি মাইনে ন্যাও, ইদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ আমি জানি বারোটা তোমার বাইজা গেছে!' ব্যাস!

লেখক: সাংবাদিক 
২৯ জানুয়ারি ২০২৫

Comments

    Please login to post comment. Login