কথা ছিলো, রক্তে রাঙানো সূর্য উঠলে
কেউ থাকবেনা অভুক্ত, দারিদ্র্যের গ্লানি মুছে যাবে।
কথা ছিলো, স্বাধীনতার সবুজ মাঠে
সবার জন্য থাকবে ছায়া, থাকবে সমান আলো।
কথা ছিলো, যুদ্ধজয়ের গান শুনে
কৃষকের মুখে ফুটবে সোনালি হাসি,
কোলাহল ছড়াবে শস্যখেতের ভেতর
শিশুরা গাইবে নতুন দিনের গান।
কথা ছিলো, শহরের ফুটপাথে
আর কাঁদবে না নিরাশ্রয় মানুষ,
দেয়ালে আঁকা স্বপ্নগুলো
রূপ নেবে জীবনের মসলিনে।
কিন্তু পতাকা উড়ল,
স্বপ্নগুলোও উড়ল
নিঃসঙ্গ বাতাসে, কুয়াশার আড়ালে।
এখনো অন্ধকার গলিতে কাঁদে সময়,
এখনো হাহাকারের সুর বাজে পতাকায়।
তবু বিশ্বাস, একদিন প্রতিশ্রুতির রঙ
আবার ভরে তুলবে এই মাটি,
আবার উজ্জ্বল হবে প্রতিটি মুখ
স্বাধীনতার সত্যিকারের আলোয়।