শিশুদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং বিনোদনকে উৎসাহিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জলছবি শিশু উৎসব-২০২৫। শুক্রবার (৩১ জানুয়ারি) এই উৎসবের আয়োজন করা হয়েছে।
জলছবি শিশু উৎসবে আর্ট কম্পিটিশন, বিভিন্ন কর্মশালা, পাপেট শো, নাট্য প্রদর্শনী ও সঙ্গীত পরিবেশনার ব্যবস্থা রাখা হয়েছে। মূলত শিশুদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজনে এই উৎসবটি সাজানো হয়েছে।
উৎসবের উল্লেখযোগ্য আয়োজনগুলো হলো:
১. চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২. স্মার্ট প্যারেন্টিং সেশন ৩. পাপেট কর্মশালা ৪. চিত্রপ্রদর্শনী ৫. মধ্যাহ্নভোজন ৬. পাপেট শো, ৭. আবৃত্তি ৮. গান ৯. নাটক ১০. সার্টিফিকেট বিতরন ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে পাপেট কর্মশালা ও শো করবে জলপুতুল পাপেট, গান করবে জাদুর কাঠির শিশুরা, জাগতিক ও জলের গান।এই আয়োজনে অতিথি হিসেবে থাকবেন নাট্যকার, অভিনেতা, নির্মাতা ও লেখক আজাদ আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন অধ্যাপক ড.আজহারুলইসলাম শেখ এবং প্রক্টর ইসরাফিল প্রাং, অভিনেত্রী দীপা খন্দকার, কাজী তৌফিকুল ইসলাম ইমন, শাহেদ আলী সুজন এবং আবৃত্তিশিল্পী, নির্দেশক ও প্রশিক্ষক মীরবরকত।