শিশুদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং বিনোদনকে উৎসাহিত করার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জলছবি শিশু উৎসব। শুক্রবার (৩১ জানুয়ারি) এই উৎসবের আয়োজন করা হয়েছে।
জলছবি শিশু উৎসবে আর্ট কম্পিটিশন, বিভিন্ন কর্মশালা, পাপেট শো, নাট্য প্রদর্শনী ও সঙ্গীত পরিবেশনার ব্যবস্থা রাখা হয়েছে। মূলত শিশুদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজনে এই উৎসবটি সাজানো হয়েছে।
উৎসবের উল্লেখযোগ্য আয়োজনগুলো হলো:
১. চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২. স্মার্ট পেরেন্টিং সেশন ৩. পাপেট কর্মশালা ৪. চিত্রপ্রদর্শনী ৫. মধ্যাহ্নভোজন ৬. পাপেট শো, ৭. আবৃত্তি ৮. গান ৯. নাটক ১০. সার্টিফিকেট বিতরন ও পুরস্কার বিতরণ।অনুষ্ঠানে পাপেট কর্মশালা ও শো করবে জলপুতুল পাপেট, গান করবে জাদুর কাঠির শিশুরা, জাগতিক ও জলের গান।
এই উৎসবের আয়োজনে অতিথি হিসেবে থাকবেন নাট্যকার, অভিনেতা, নির্মাতা ও লেখক আজাদ আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং প্রক্টর ইসরাফিল প্রাং, অভিনেত্রী দীপা খন্দকার, কাজী তৌফিকুল ইসলাম ইমন, শাহেদ আলী সুজন এবং আবৃত্তিশিল্পী, নির্দেশক ও প্রশিক্ষক মীর বরকত।