ভাবনা
(উম্মে হাফসা)
...............................
লিখতে পারিনা কবিতা
গাইতে পারিনা গান
চলতে পারিনা একা একা
যেন নির্বোধ নিষ্প্রাণ!
মনে আছে যত ভয়
গুলিয়ে ফেলি নয় ছয়
বলতে পারিনা জোরে কথা
কন্ঠ যেন আছে বাঁধা।
কাজে আমি বড়ই কাঁচা
পদে পদে পাই ব্যাথা!
নাচতে গিয়ে হোচট খাই
তবুও কিছু করতে চাই।
দূর থেকে মনে হয়
কোন কাজ ই কঠিন নয়
করতে গেলে পারিনা
সহজ কাজ পাইনা!
কিন্তু পারি একটা কাজ
ভেবে যেতে দিন রাত
কষ্ট নেই ক্লান্তি নেই
আকাশ ছোঁয়া ভাবনা
থাকতাম যদি নীলিমাতে
বিশ্ব দেখতাম মনের সুখে
যেতাম যদি পরির দেশে
থাকতাম আমি তাদের বেশে।
হতাম যদি বাঁধন ছাড়া
বাবুই পাখির মত
এমনি আমার ভাবনা গুলো
আছে কয়েক শত!
(এই কবিতাটা ক্লাশ seven এ লিখেছিলাম কথা গুলো আমার তখনকার মনের অভিব্যক্তি)