বাংলা একাডেমির নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন কবি সাজ্জাদ শরিফ। ২৯ জানুয়ারী তিনি বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান।
সাজ্জাদ শরিফ বলেন, ‘প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমি ও একাডেমির পদগুলোর যে অমর্যাদা ঘটেছে, সে অবস্থায় দায়িত্ব পালন করে যাওয়া নৈতিকভাবে আমার পক্ষে সম্ভব নয়।’
এর আগে বুধবার বাংলা একাডেমির পুরস্কার সংক্রান্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন মোরশেদ শফিউল হাসান। তিনি একাডেমির পুরস্কারের জন্য গঠিত বোর্ডের সদস্য ছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়ে একটি পোস্টও দিয়েছেন।