প্রযুক্তির যুক্তি সমস্ত কালিমা রপ্ত করে
তপ্ত করে দিয়েছে রুপালি আলোকে
চাঁদের আলো বামন করেছে আমাকে।
ক্রমে বয়ে নিয়ে যাচ্ছি জিন থেকে জিনে
কিছু অংশ অতীত ধারায়
যে কথা আগামীও বলবে নির্দ্বিধায়।
পাখির ডানায় বাধা
মুক্ত তরঙ্গ বেধেছে অধৈর্য্যর কারাগারে।
তাল মিলিয়ে ক্রম বর্ধমান বামন
দেহ কিংবা মন।
কেবল আকাঙ্ক্ষা যেন ফিনিক্স পাখি।
জায়গা পায়না বামন দেহের বামন মনে।