Posts

ভ্রমণ

গ্রেট ডোরডেনমা: পাহাড়ের বুকে শাক্যমুনি বুদ্ধ !

January 30, 2025

Ehsan Samad

42
View

যেদিন থিম্পু পৌছালাম তারপরদিন সকালে গাড়ি নিয়ে হাজির হলো এই বান্দা; দরজি ওয়াংডি। আমাকে নিয়ে যাবে গ্রেট বুদ্ধ ডোরডেনমা সহ আরো কিছু জায়গায়। গলা থেকে পা পর্যন্ত ঢাকা কোমরের কাছে দড়ি দিয়ে আটকানো যে পোশাকটি পড়ে হাজির হলো, সেটির নাম কিরা। ভুটানের জাতীয় পোশাক। কুশলাদি বিনিময় শেষে শুরু হলো আমাদের জার্নি। পাহাড়ের উপর পাহাড়, এভাবে চলতে চলতে যেখানে থামলাম সেই জায়গার নাম কুয়েসেল ফোদরং নেচার পার্ক।

সাপের মত প্যাচানো রাস্তার মাথার শেষে চোখে লাগলো জব্বর ধাক্কা ! বুদ্ধ ডোরডেনমা মূর্তিটি দেখার মতো।সোনা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি ১৬৯ ফুটের উচ্চতার এটি বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তিগুলির মধ্যে একটি। এটা দেখার জন্য আকাশ পানে চাইতেই হলো। আর এর আশপাশ ঘিরেও আছে নয়নাভিরাম দৃশ্য আর আরো মূর্তি।

বুদ্ধের ২৫৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে এটা শুরু করা হয়েছিল এবং ২০১৫ সালে সম্পন্ন হয়। মূর্তিটির ভিতরেও এক লক্ষের বেশি ছোট বুদ্ধের মূর্তি রয়েছে, যার প্রত্যেকটি বুদ্ধ ডোরডেনমার মতো।বুদ্ধ ডোরডেনমাকে উপবিষ্ট অবস্থায় চিত্রিত করা হয়েছে যা প্রশান্তি ও ধ্যানের প্রতীক। 

বুদ্ধের চারটি মহান জ্ঞান দর্শন: জীবন দুঃখময়, দুঃখের কারণ তৃষ্ণা, তৃষ্ণার অবসানই মুক্তি এবং মুক্তির পথ অষ্টাঙ্গিক মার্গমানবজীবনের দুঃখ মোচনের জন্য দিকনির্দেশনা দেয়। তার শিক্ষা অহিংসা, করুণা ও মৈত্রীর ওপরভিত্তি করে গড়ে উঠেছে, যা আজও বিশ্বব্যাপীলক্ষ লক্ষ মানুষের জীবনকে আলোকিত করে।

#শব্দে_ভাবনা #গল্পে_প্রাণ

#Series_by_Ehsan_Samad
 

বুদ্ধ ডোরডেনমার সামনে

Comments

    Please login to post comment. Login