মনে হয় প্রাণ এক নিঃশব্দ জোছনার অতলে জন্মেছিল কবে,
সেখানে সময় ছিল না, দিগন্ত ছিল নিখোঁজ,
শুধু ছিল এক টুকরো আলো—
অস্পষ্ট, অথচ ধীর লয়ে গাঁথা এক শাশ্বত স্পন্দন।
তারপর একদিন—
ভোরের হাওয়ায় ভেসে এলো প্রথম নিঃশ্বাস,
নীল জলে প্রতিফলিত হলো এক নতুন আকাশ,
সবুজের বুক চিরে উঁকি দিলো আলো-ছোঁয়া বাসনা,
প্রাণ শিখল নিজেকে ছড়িয়ে দেওয়ার মানে।
তবু কোথায় যেন রয়ে গেলো এক হারিয়ে যাওয়া ডাক,
কুয়াশার গভীরে চাপা পড়ে থাকা এক অনুরণন,
শেকড়ের ব্যথা ভুলে গিয়ে, অস্তিত্বের নতুন সুরে বাঁধা পড়ে,
তবু—কেন যেন কাকে ভালোবেসে!