পোস্টস

কবিতা

অর্ণব মিত্রের কবিতা 'সুর'

১৮ মে ২০২৪

অর্ণব মিত্র

দুঃখের ঘরে বাজে বিণার সুর,
এমনি রাতে হঠাৎ ওঠে গেয়ে।
বুকের পরে সাজে রঙিন সাজ,
যেমনি করে বধূর কপাল, 
সিঁদুরে যায় ছেয়ে। 

গগন ভেঙে নামে শ্রাবণ ধারা,
এমনি ঘন আঁধার রাতের গায়। 
মগন হয়ে মন মাতিয়ে রই,
যেমনি করে অন্ধ লোচন,
তারার জ্যোতি চায়।

একলা ঘরে মন বসেনা মোটে,
নিঝুম রাতের আঁধার চিঁড়ে, 
আকাশ পানে ছোটে। 
তারই পাছে চক্ষু থাকে চেয়ে, 
যেমনি করে পাখির পালক,
ধুলায় পড়ে লোটে। 

কে জানে কী হলো আমার আজ,
অন্তরে সুর বাজায় কেরে,
ভুলায় আমার কাজ। 
এমন বন্ধ ঘরে ছোটাছুটি, 
পথ খুঁজে না পায়।
যেমনি করে অতীত স্বজন, 
দুয়ার ভুলে যায়।

যে সুর আমি শুনি বিজন রাতে,
বরণ করে লই যে হৃদয় পেতে,
সে সুর কোথায় ধরা দেবে,
পাবোরে কোনখানে। 
কোন মায়াবী শিল্পী সে যে,
কেমনে টানে সূদুর হতে, 
কেমনে গাঁথে প্রাণটি আমার,
মোহন মধুর সুরবাণে। 

সে সুর আসে, সে গান আসে,
ঘরের পাশে, বেড়ায় ভেসে,
দুয়ার খুঁজে পায়।
যেমনি করে চাঁদের আলোয়,
ভূবণ ছেয়ে যায়।