আজ আমি আমার অতীতের সম্মুখে,
তিন-তিনটে বছর পেরিয়ে আমি যখন বর্তমানে
পুরনো স্মৃতি গুলো মগজে তখন কিলবিল করে ওঠে।
সময় পাল্টেছে, রাস্তা বদলেছে, গাছগুলো কেটে নতুন রাস্তা হয়েছে ,
স্মৃতিগুলো পাল্টায় নি।
রাস্তার ল্যাম্পপোস্টের তীব্র আলোর নিচে আবারো সব স্মৃতিগুলো মাথা উঁচিয়ে বের হয় চারা গাছের মতোন।
কেমিস্ট্রির বিক্রিয়া গুলো মনে না থাকলেও,
কবে কোথায় তার সাথে চা খেয়েছিলাম,
কবে কোথায় একসাথে হেঁটেছিলাম,
কবে কোথায় কী কী হয়েছিল সব স্মৃতি মগজে কিলবিল করতে থাকে, যেন স্মৃতিগুলো কেঁচো মগজের উর্বরতা বাড়াচ্ছে।
স্মৃতিগুলো চোখের সামনে এসে দাঁড়ায়, হাঁটে, ছোট ছেলে মেয়েদের মতো খেলে বেড়ায়, কথা বলে। প্রশ্ন করে,"কেমন আছিস তুই?"
বলি, "ভালো আছি"
আবার প্রশ্ন, "এতোকিছু বদলে গেছে, তিন তিনটে বছর পেরিয়ে গেছে । তুই কি বদলে গেছিস?"
উত্তর আসে, "অবশ্যই। আমি বদলে গেছি। সে বদলে গেছে। "