Posts

গল্প

ব্যর্থতার গল্প: স্বপ্নের সীমানায় থমকে যাওয়া

February 1, 2025

মোঃ রাজিব

4
View

ব্যর্থতার গল্প: স্বপ্নের সীমানায় থমকে যাওয়া

রাকিব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো একজন সফল উদ্যোক্তা হওয়ার। বাবা ছিলেন একজন সাধারণ চাকরিজীবী, সংসার চালাতে হিমশিম খেতে হতো। রাকিব সবসময় ভাবতো, একদিন এমন একটা ব্যবসা করবে, যেখানে বাবা-মাকে কষ্ট করতে হবে না।

কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, কিন্তু ব্যবসার পোকাটা তখনো মাথায় ঘুরছিল। পড়াশোনার পাশাপাশি কিছু করতে চেয়েছিল, কিন্তু সেভাবে সুযোগ পায়নি। একসময় পড়াশোনায় একদম মনোযোগ দিতে পারছিল না, ফলে পরীক্ষার ফলাফলও খারাপ হতে থাকলো।

একদিন হঠাৎ করে রাকিব এক বন্ধুর সঙ্গে মিলে একটা অনলাইন বিজনেস শুরু করল—ফেসবুকে টি-শার্ট বিক্রি। শুরুটা ভালোই হয়েছিল, কিন্তু প্ল্যানিং ছিল দুর্বল। ইনভেস্টমেন্ট ঠিকঠাক করতে পারেনি, মার্কেটিং কৌশল জানত না, আর তাই কয়েক মাসের মধ্যেই লস হতে শুরু করল। একসময় টাকা ফুরিয়ে গেল, বন্ধু ব্যবসা ছেড়ে দিল, আর রাকিব পুরোপুরি ভেঙে পড়ল।

পরিবারও তাকে বকাঝকা করল, বন্ধুদের অনেকেই দূরত্ব তৈরি করল। রাকিবের আত্মবিশ্বাস কমতে শুরু করল। ব্যবসায় ব্যর্থতার পর পড়াশোনায়ও আর আগের মতো মন দিতে পারছিল না। মনে হচ্ছিল, জীবনটা একদম শেষ হয়ে গেছে।

কিন্তু একদিন রাতে নিজের ভুলগুলো নিয়ে ভাবতে বসল। বুঝতে পারল, ব্যর্থতাই শেষ নয়, বরং এটি শেখার সুযোগ। সে উপলব্ধি করল, ব্যর্থ হওয়ার কারণ ছিল তার অপর্যাপ্ত জ্ঞান, ভুল পরিকল্পনা, ও ধৈর্যের অভাব।

এরপর রাকিব আবার শুরু করল, কিন্তু এবার সে শিখে শিখে এগোল। ধৈর্য ধরল, মার্কেটিং ও বিজনেস স্ট্র্যাটেজি শিখল, তারপর নতুন উদ্যোমে ব্যবসায় ফিরল। কয়েক বছর পর সে সত্যিকারের সফল উদ্যোক্তা হয়ে উঠল।

ব্যর্থতা কখনো শেষ নয়, যদি তুমি হাল না ছাড়ো।

Comments

    Please login to post comment. Login