ছেড়ে যাওয়ার সময় কালটাতে মনে থাকে না পূর্বের দিনগুলোর কথা। যখন কথা দাও অনেক কিছু করে ফেলবে শুধু ভবিষ্যতে আসতে বাকি।
কোথায় গেল সেই কথাগুলো। কথাগুলো আজও উপহারের ভাজের মাঝে লুকিয়ে রয়েছে। আর সর্বশেষ সবগুলো উপহারের সমাহারে একটি উপহারই হবে এই পরম ভালবাসার শেষ।