Posts

নিউজ

সলিমুল্লাহসহ ৭ জন নিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

February 2, 2025

নিউজ ফ্যাক্টরি

36
View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ নিয়েছেন সলিমুল্লাহ খানসহ ৭ জন লেখক। শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।  

শনিবার বিকেল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস। এ বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।  

অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে ৩ লাখ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।   

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ পেয়েছেন:  কবিতা- মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য- শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্য- সলিমুল্লাহ খান, অনুবাদ- জি এইচ হাবীব, গবেষণা- মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান- রেজাউর রহমান এবং ফোকলোর- সৈয়দ জামিল আহমেদ। 

উল্লেখ্য, ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়। এটি নিয়ে বিতর্ক উঠায় ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। একাডেমি তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার কথা জানিয়েছিল। এরপর ২৯ জানুয়ারি পুরস্কারের জন্য মনোনীত লেখকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।   

Comments

    Please login to post comment. Login