পোস্টস

চিন্তা

শত জ্যোৎস্নার মাধুরী (প্রিমিয়াম)

১৮ মে ২০২৪

স্বকৃত নোমান

মূল লেখক স্বকৃত নোমান

অতঃপর ঘুমিয়ে পড়লাম। শেষ রাতে ঘুম ভেঙে গেল এক স্বপ্ন দেখে। দেখলাম, পরিচিত একজন, যার নাম ল, যার সঙ্গে একদিন কাটিয়েছিলাম অর্ধবেলা, যার সেই সঙ্গস্মৃতি জাগরুক থাকে হরদম, তিনি একটা বই লিখেছেন, যার নাম, ‘লাল গো।’ বিষয়বস্তু কুকুর। বইটা নিয়ে কথা বলছে বিস্তর মানুষ। কবি, চলচ্চিত্রকর্মী ও এক্টিভিস্ট শ্যামল শিশির বইটার প্রচ্ছদ শেয়ার করেছেন ফেসবুকে। তার পোস্টে আমি কমেন্ট করলাম, ‘এই লেখককে আমি চিনি।’

এটি একটি প্রিমিয়াম পোস্ট।