অচেনা পৃথিবীর দরজা
একটা দরজা আছে, কেউ জানে না কোথায়,
না সে আকাশে, না মাটির নিচে,
কেউ চাইলেই খুঁজে পাবে না,
কিন্তু সে আছে, নিশ্চুপ, অপেক্ষায়।
সেই দরজার ওপারে সময় নেই,
নেই গতকাল, নেই আগামীকাল,
নেই জন্ম, নেই মৃত্যু,
শুধু আছে— এক বিস্তীর্ণ শূন্যতা।
যারা সেখানে গিয়েছে, তারা ফেরেনি,
তারা কি হারিয়েছে, নাকি পেয়েছে?
তাদের কণ্ঠরহিত চিৎকার বাতাসে ভাসে,
কিন্তু শোনার মতো কেউ নেই।
আমি একদিন সেই দরজার সামনে দাঁড়িয়েছিলাম,
দেখেছিলাম নিজের ছায়া নেই,
শুধু হৃদয়ের স্পন্দন শুনতে পাই,
তারপর দরজাটা নিজেই হারিয়ে যায়।
আজো আমি সেই দরজাকে খুঁজি,
হয়তো একদিন আমিও ও-পারে যাবো,
অজানা এক পৃথিবীতে,
যেখানে কেউ কখনো পৌঁছায়নি!