Posts

গল্প

বাবার জন্য উপহার

February 2, 2025

মোঃ রাজিব

24
View

বাবার জন্য উপহার

রাসেলের বয়স মাত্র ১০ বছর। ছোট্ট একটা শহরের এক সাধারণ পরিবারের ছেলে। বাবা রিকশাচালক, মা গৃহিণী। অভাব-অনটনের মাঝেও রাসেলের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ। বাবা দিনের পর দিন কষ্ট করে উপার্জন করেন, শুধু ছেলেকে ভালো কিছু বানানোর স্বপ্ন দেখেন।

একদিন স্কুলে রাসেলের শিক্ষক বললেন, "আগামীকাল 'বাবার জন্য উপহার' বিষয় নিয়ে সবাইকে একটা কিছু আনতে হবে।"

রাসেল পুরো রাস্তা চিন্তা করল, কীভাবে সে তার বাবাকে কিছু উপহার দিতে পারে? টাকা তো নেই! কিন্তু কিছু একটা করতেই হবে।

রাত জেগে সে একটা চিঠি লিখল—

> "বাবা, তুমি সারাদিন রোদে পুড়ে আমাদের জন্য কষ্ট করো। কিন্তু আমি তোমাকে কখনো ভালোভাবে ধন্যবাদ দিইনি। আজ তোমার জন্য আমার উপহার এই প্রতিজ্ঞা— আমি একদিন এমন একজন হবো, যে তোমার সব কষ্টের মূল্য দেবে।"

পরের দিন ক্লাসে সবাই যখন দামি উপহার আনল, রাসেল শুধু চিঠিটা পড়ল।

শিক্ষক, বন্ধুরা— সবাই চুপ! রাসেলের চোখে পানি, কিন্তু গর্বের হাসি। সেদিন তার উপহারটাই ছিল সবচেয়ে দামী।

সন্ধ্যায় বাবা কাজ থেকে ফিরে আসার পর রাসেল কাঁপা হাতে চিঠিটা দিল। বাবা পড়তে পড়তে চোখের পানি ফেললেন। তারপর রাসেলকে শক্ত করে জড়িয়ে ধরলেন।

সেদিন রাসেলের বাবা বুঝলেন— তার সব কষ্টই সার্থক!

Comments

    Please login to post comment. Login