পোস্টস

কবিতা

একটু কাঁদা দরকার

১৮ মে ২০২৪

জাকির সোহান

কিছুক্ষনের জন্য নির্জনে হারিয়ে গিয়ে একলা কাঁদবো 
কাঁদতে কাঁদতে যদি দিন-মাস-বছর পেরিয়ে যায়
কেউ কি আছেন একটু খোঁজ করার জন্য? 
দুনিয়ার সব কলুষতায় ভরপুর আজ আমি
এসব ধুয়ে মুছে ফ্রেশ হতে একটু প্রাণ ভরে কাঁদা দরকার।
সেই যে জন্মের পর কেঁদেছি আর কখনো কাঁদিনি
বরং কাঁদিয়ে চলেছি অবিরাম। 
দুনিয়ার সমস্ত বোঝা আমার ওপর চেপে বসেছে
আরও বোঝা ধেয়ে আসছে নির্মমতায়; 
বাঁচার জন্য একটু কাঁদা দরকার। 
মনে হয় একটু কাঁদলে বৃষ্টিস্নাত বৃক্ষের মত 
হতে পারবো প্রাণবন্ত।