Posts

নিউজ

বইমেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি

February 3, 2025

নিউজ ফ্যাক্টরি

189
View

একুশে বইমেলার তৃতীয় দিনে ৩২টি নতুন বই এসেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

সোমবার একুশে বইমেলার তৃতীয় দিন ছিল। এদিন বিকেল ৩টায় মেলা শুরু হয় যা রাত ৯টা পর্যন্ত চলে। এদিন মেলায় বিভিন্ন ক্যাটাগরির  ৩২টি নতুন বই এসেছে। এই বইগুলোর মধ্যে বেশিরভাগই উপন্যাস এবং কবিতার বই ছিল। 

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে ‘হায়দার আকবর খান রনো: আজীবন বিপ্লব-প্রয়াসী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাব হাসান। আলোচনায় অংশগ্রহণ করেন আবদুল্লাহ আল ক্বাফী রতন, জলি তালুকদার এবং অনন্যা লাবণী পুতুল। অনুষ্ঠানে সভাপতি ছিলেন দীপা দত্ত। 

এদিকে লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি কবি চঞ্চল আশরাফ এবং শিশুসাহিত্যিক আতিক হেলাল। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মোহন রায়হান ও রেজাউদ্দিন স্টালিন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাহমুদা সিদ্দিকা সুমি এবং হ্যাপি হাবিবা।

Comments

    Please login to post comment. Login