তাকে নিয়ে হারিয়েছিলাম জীবনের বিস্তৃতিতে।আমাকে আপন করে নেয়ার কাল্পনিক রণাঙ্গনে নিজের অবস্থান, অস্তিত্বের জানার দেয়ার সেই সংগ্রামগুলো গুলোর সারগল্প শুনে তো আমি কাঁদার কথা।
কিন্তুু তার চোখ ভিজে গেলো কেন????
নিরুত্তর..
কাকে জিজ্ঞেস করবো?কার কাছেই বা এসব ব্যাকরণের সমাধান চাইবো?সাহিত্যের ব্যাকরণের চেয়ে জীবনের ব্যাকরণ যে আরও বেশি দুর্ব্যেধ্য।