- তুমিই আমার রাতের আকাশ
রাতের তারকার আলো
তুমার মতো আর নেইতো কেউই ভালো
অসাড় নিষ্প্রাণে তুমিই আনে প্রাণ
তুমিই আমার বেঁচে থাকার সোপাণ
তুমি আনো আমাকে আমা মাঝে
আনো আমাতে সমুদ্রের ভাষা
পাহাড়ের কথা
সমতলের মাথা
রুধিয়ে পিপাসা
তুমিই আমর রাতের আলো
তোমার মতো আর নেইতো কেওই ভালো
32
View