
মানুষের দৈনন্দিন জীবনে সংবাদের গুরুত্ব অনেক। সকলের নিকট বার্তা পৌঁছানোর সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হলো সংবাদপত্র। বিশ্বের প্রতিটি দেশে সংবাদপত্রের গুরুত্ব রয়েছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ বস্তুকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য স্বাধীনতা হরণ করা হয়েছে সংবাদপত্রের । এবং নিজ ক্ষমতায় টিকে থাকতে ব্যপকভাবে ব্যবহৃত বস্তুটির নাম সংবাদপত্র। এবং এই হাতিয়ারকে কাজে লাগিয়ে চালানো হয় 'প্রপাগান্ডা'। যেটা কোনো দেশ জাতির সন্মান হরণের জন্য যথেষ্ট। বর্তমান সংবাদপত্রে নিরপেক্ষ সংবাদের মৃত্যু ঘটেছে এবং গুজবের জন্ম হয়েছে। গরিবের দুঃখ নেই সংবাদে কিন্তু ধনীর সুখ আছে ঠিকই। বিবর্তনের এই সময়ে জনগণের হয়ে আওয়াজ তোলার শক্তিশালী এই মাধ্যম আজ প্রায় ঘুমিয়ে পড়েছে।