Posts

ফিকশন

গল্পের নাম: "শেষ পাতার অপেক্ষায়" | পর্ব ১: "শুরুর পাতায়"

February 4, 2025

Fahim Hasan

33
View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, এক বিকেল।


সায়েম এক হাতে বই ধরে আরেক হাতে কফির কাপ, লাইব্রেরি থেকে বেরিয়ে হালকা বাতাসে দাঁড়িয়ে আছে। চারপাশে সবাই দল বেঁধে আড্ডা দিচ্ছে, কেউ রোদের নিচে বসে গল্প করছে, কেউবা ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছে।
সায়েমের এসব ভালো লাগে না। সে ভিড় থেকে দূরে থাকতে পছন্দ করে। আর ভালোবাসা? সে বিশ্বাস করে না।
হঠাৎ পেছন থেকে এক মিষ্টি কণ্ঠ—"এক্সকিউজ মি! এই বইটা আপনার, তাই না?"
সায়েম ফিরে তাকিয়ে দেখে, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হাতে একটা বই। তার চোখে কৌতূহল, মুখে একরকম শিশুসুলভ হাসি।সায়েম একটু অবাক হয়।"হুম, এটা আমার।"
মেঘলা বইটা এগিয়ে দেয়।"আমি ভেবেছিলাম কেউ হয়তো ফেলে গেছে, তাই তুলে নিলাম।"
সায়েম বইটা নিয়ে একটা শুকনো ধন্যবাদ জানায়। মেঘলা তখনো দাঁড়িয়ে আছে।
"আপনি সবসময় এত সিরিয়াস থাকেন?"
সায়েম এবার অবাক হয়।"মানে?"
"মানে, সবাই ক্যাম্পাসে গল্প করে, আড্ডা দেয়, মজা করে। আর আপনি সবসময় একা একা থাকেন! জীবন এত সিরিয়াসলি নিলে তো বাঁচাই মুশকিল!"
সায়েম কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এভাবে কেউ কখনো তার সঙ্গে কথা বলেনি।
তুমি কে?"
মেঘলা হাসে।"আমি? মেঘলা। আর আপনি?"
সায়েম একটু দম নেয়।"সায়েম।"
সেদিন হয়তো সায়েম জানত না, এই ছোট্ট কথোপকথনই তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের শুরু…

পর্ব ২: অনুভূতির শুরু 
 (শিগগিরই আসছে!)

Comments

    Please login to post comment. Login