সায়েমের জীবন ছিল হিসেবি, নিয়মের মধ্যে আটকে থাকা।
কিন্তু মেঘলা যেন এক ঝড়ের মতো তার জীবনে আসে।
কিছু না চেয়ে, কিছু না বলেও…
সে কি বদলে দিচ্ছে সায়েমকে?
সেদিন বিকেলে, ক্যাম্পাসের পাশের লেকের ধারে বসে ছিল দুজন।

মেঘলা কাঁধে হাত রেখে বলল—
"তোমার একদম রোবটের মতো জীবন! তুমি কি কখনো ভালোবেসেছো?"
সায়েম একটু থমকে গেল।
"ভালোবাসা মানে কী?"
মেঘলা হেসে বলল—
যখন কাউকে না দেখলে মন খারাপ হয়, যখন তার একটা মেসেজের জন্য অপেক্ষা করো… তখন সেটা ভালোবাসা!"
সায়েম চুপ করে থাকে। সে এমন কিছু কখনো অনুভব করেনি।
কিন্তু… এই যে এখন, মেঘলা একদিন না দেখলে কেন জানি অস্বস্তি লাগে!
তবে কি…?
পর্ব ৪: বাস্তবতা বনাম অনুভূতি (শিগগিরই আসছে!)