একদিন সব কিছু হারিয়ে যাবে,
নাভীর অন্ধকার টুকু সত্য হয়ে থাকবে।
যেইখানে উৎপত্তি হয়েছিল তোমার,
রাত্রি গভীরে সেইখানেই মিলিয়ে যাবে।
থাকবে না কোনো সংশয়,
থাকবে না যুক্তি তর্কের ভিড়।
শুধু হারিয়ে যাওয়াটুকুই সত্য,
বাকি সমস্তই পরাধীন।।
---- (১৭,৫,২৪)
নাভীর অন্ধকার টুকু সত্য হয়ে থাকবে।
যেইখানে উৎপত্তি হয়েছিল তোমার,
রাত্রি গভীরে সেইখানেই মিলিয়ে যাবে।
থাকবে না কোনো সংশয়,
থাকবে না যুক্তি তর্কের ভিড়।
শুধু হারিয়ে যাওয়াটুকুই সত্য,
বাকি সমস্তই পরাধীন।।
---- (১৭,৫,২৪)