মেঘলা আর সায়েমের বন্ধুত্ব দিনে দিনে গভীর হতে থাকে।
মেঘলা সবসময় হাসে, মজা করে, আর সায়েম তার সেই গম্ভীরতা ধীরে ধীরে ভুলে যাচ্ছে।
কিন্তু হঠাৎ একদিন…
মেঘলা বলল—
"আমি হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবো!"
সায়েম অবাক।
"মানে?"
মেঘলা হালকা হাসে।
"আমার পরিবার আমার জন্য অন্য পরিকল্পনা করেছে… হয়তো আমাকে বিদেশে পাঠাবে।"
সায়েম কিছু বলতে পারে না।
তার বুকের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে।
সে কি মেঘলাকে হারাতে চায়?
পর্ব ৫: না বলা কথা
(শিগগিরই আসছে!)